Alexa মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুললো শাওমি হ্যান্ডসেট, করল নতুন কীর্তি!

মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুললো শাওমি হ্যান্ডসেট, করল নতুন কীর্তি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৩৮ ১২ মে ২০১৯  

জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিলো শাওমির নতুন স্মার্টফোন রেডমি নোট ৭। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এই ফোনের মূল হাতের নাগালেই। এ ছাড়াও এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। কিন্তু কতটা মজবুত বা টেকসই রেডমি নোট ৭? 

ক্রেতাদের তার প্রমাণ দিতে আসরে নেমেছিলেন খোদ রেডমির সিইও লু ওয়েইবিং। ওই সময় সংস্থার প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায় এই ফোনকে কখনো চপিং বোর্ড হিসাবে, তো কখনো বা আখ ভাঙার কাজে ব্যবহার করছেন লু ওয়েইবিং।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ফোনের আরো একটি ভিডিও। প্রকাশিত ভিডিওতে দেখা গেল, রেডমি নোট ৭ মহাকাশে পাড়ি দিয়েছে সেখান থেকে ছবি তুলতে। এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে স্মার্টফোনটি। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩১,০০০ মিটার (১ লক্ষ ৭ হাজার ৭০৬ ফুট) উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলেছে ফোনটি। 

সম্প্রতি চিনের একটি সোশ্যাল মিডিয়ায় শাওমি এর প্রধান লেই জুন একটি ভিডিও প্রকাশ করেছেন। আর তাতেই সামনে এসেছে রেডমি নোট ৭-এর নতুন এই কীর্তি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics