Alexa মশা আমদানির পরিকল্পনা স্বাস্থ্য অধিদফতরের

মশা আমদানির পরিকল্পনা স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৫৭ ১৫ মে ২০১৯   আপডেট: ২১:০৩ ১৫ মে ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

এডিস মশা মারতে পুরুষ এডিস মশা আমদানির পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার উত্তরা কমিউনিটি সেন্টারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বিশ্বের ১৭টি দেশে এডিস মশা ধ্বংস করতে একটি প্রকল্প নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় পুরুষ এডিস মশার শরীরে ‘ওলভাটিয়া’ নামক এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দেয়া হবে। আর ওই পুরুষ মশাটি যখন স্ত্রী এডিস মশার সংমিশ্রণে আসবে তখন স্ত্রী মশাটিও প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলবে। এভাবেই বিশ্বে এক সময় এডিস মশার বিস্তার রোধ করা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, বিষয়টি এখনো পরীক্ষাধীন পর্যায়ে থাকলেও চীন এরই মধ্যে প্রোডাকশনে গেছে। ওই প্রকল্পটি সফল হলে বাংলাদেশও পুরুষ মশা আমদানি করা হবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতর কাজ করছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় ডা. মো. রাশিদুজ্জামান খান বলেন, বাসার ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ জমে থাকা ১২টি স্থানে এডিস মশার বংশ বিস্তার হয়। এ জন্য সবার বাসার আঙিনা পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, এডিস মশা ধ্বংস করতে দুই তিন লাখ পুরুষ এডিস মশা আমদানি করে ছেড়ে দেয়া হবে। সেটা হতে ৫ বছরও লাগতে পারে তার কম সময়ও লাগতে পারে। তবে চেষ্টা চলছে। 

এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পর্কিত যেকোনো তথ্য জানাতে একটি হট লাইন নম্বর দেন তিনি। নম্বরটি হচ্ছে- ০১৭৮৭৬৯১৩৭০। এ নম্বরে ফোন করলে যেকোনো তথ্য জানা যাবে।

ডিএনসিসি’র অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকিরের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রাশিদুজ্জামান খান।

এতে আরো বক্তব্য রাখনে- ডিএনসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হকসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএনসিসি’র অঞ্চল-১ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন জোহা।

ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ

Best Electronics
Best Electronics