Alexa মরিশাসকে বিধ্বস্ত করে শুভসূচনা বুরুন্ডির

বঙ্গবন্ধু গোল্ডকাপ

মরিশাসকে বিধ্বস্ত করে শুভসূচনা বুরুন্ডির

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৩১ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডির কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেে গেছে মরিশাস। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন বুরুন্ডির শিমিরিমানা জসপিন।

ম্যাচের শুরুতেই অবশ্য গোল খেয়ে বসে বুরুন্ডি। মরিশাসকে লিড এনে দেয়া গোলটি করেন আদ্রিন ফ্রাঙ্কোস। এরপরই শুধু বুরুন্ডির আধিপত্য চলে মাঠে। 

ম্যাচের ২৬ মিনিটে সমতায় ফেরে বুরুন্ডি। বেঞ্জামিনের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন দলটির আক্রমণভাগের খেলোয়াড় জসপিন। ৪১ মিনিটে দিকুমানা আসম্যানের দুর্দান্ত ফ্রি-কিকে লিড নেয় তারা।  

দ্বিতীয়ার্ধে সতীর্থের লব ধরে ব্যবধান ৩-১ করেন জসপিন। ম্যাচের শেষ সময়ে, ৮৬ মিনিটে মরিশাসের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন শিমিরিমানা জসপিন। একইসঙ্গে ৪-১ গোলের বড় জয়ে আসর শুরু করে বুরুন্ডি। 
 

ডেইলি বাংলাদেশ/এম