Alexa মরক্কোয় গিয়ে কোমর দোলালেন নোরা, ভিডিও ভাইরাল

মরক্কোয় গিয়ে কোমর দোলালেন নোরা, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৫৯ ২২ অক্টোবর ২০১৯  

মঞ্চে নাচলেন নোরা ফাতেহি

মঞ্চে নাচলেন নোরা ফাতেহি

বলিউডে মরোক্কান সুন্দরী বলা হয় তাকে। কখনো তার 'দিলবার ডান্স' আবার কখনো  'পচতাওগে', ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বুঝতেই পারছেন বলা হচ্ছে বলিউডের এ সময়ের অভিনেত্রী নোরা ফাতেহির কথা। এবার নোরার আরো একটি ভিডিও ভাইরাল হলো।

সম্প্রতি মরক্কোতে যান নোরা ফাতেহি। সেখানে গিয়ে একটি ব্র্যান্ডের সঙ্গে মঞ্চে উঠতে দেখা যায় নোরাকে। সেখানে অন্যদের সঙ্গে কোমর দোলাতে দেখা যায় তাকে। মরক্কো-তে গিয়ে দিলবার গানের সঙ্গে নোরার ওই নাচ ইতিমধ্যেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

বলিউডে কেন নোরা অভিনয়ের দিক থেকে প্রথম সারিতে উঠে আসতে পারছেন না?  সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমে নোরা বলেন, বর্তমানে তিনি বুঝতে পারছেন যে কোথায় কীভাবে কী করলে তিনি দর্শকের ভালবাসা পাবেন। সেই অনুযায়ীই তিনি বর্তমানে কাজ করতে শুরু করেছেন বলেও জানান নোরা।

এদিকে বাঙালি-কন্যা সুস্মিতা সেনের দিলবার-এর পর 'সত্যমেব জয়তে'-তে নোরা ফতেহির দিলবার দেখে অনেকেই নাচ কুঁচকেছিলেন। কিন্তু কোনো সমালোচনাই গায়ে মাখেননি নোরা ফতেহি। শেষ পর্যন্ত সত্যমেব জয়তে-র ওই গান মুক্তি পাওয়ার পরই তা ভাইরাল হয়। শুধু তাই নয়, নতুন এই দিলবার গানটির ভিডিও মুক্তি পাওয়ার পর দর্শকদের প্রশংসাও পান নোরা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

ডেইলি বাংলাদেশ/এনএ