মনপুরায় এক মণ জাটকা উদ্ধার
মনপুরা (ভোলা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৫২ ২১ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার মনপুরার মেঘনা নদীতে এক মণ জাটকা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে পূর্ব মেঘনার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা মানিক সরকার জানান, উদ্ধার করা জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির, উপজেলা মৎস্য অফিসের মাঠ কর্মী ফোরকান হোসেন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর