Alexa মধ্যরাতে হোটেল রুমে ছড়িয়ে পড়ল গরম পানি, নিহত ৫

মধ্যরাতে হোটেল রুমে ছড়িয়ে পড়ল গরম পানি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২২ ২১ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হোটেল রুমে ছড়িয়ে পড়া গরম পানিতে পুড়ে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার রাশিয়ার রেপম শহরের একটি আবাসনের বেসমেন্টের মিনি হোটেল কারামেলে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

জিনিউজের খবরে জানা গেছে, মধ্যরাতে হোটেলের গরম পানির পাইপ ফেটে যায় এবং তা হোটেল রুমে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত পাঁচজন মারা যান। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কাপিল পাটেল নামের এক ব্যক্তি এ ঘটনার একটি ভিডিও তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

এ ঘটনায় প্রদেশের গভর্নর ম্যাক্সিম রেসেন্টিকভ জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত হবে। দেখা হবে কার গাফিলতিতে এতোবড় ঘটনা ঘটলো।

হোটেলে গরম পানির পাইপ বিস্ফোরণ! ভিডিও>>>

ডেইলি বাংলাদেশ/জেএস