Alexa মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:১৫ ১০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত তাহসিন ওই গ্রামের মাহবুর গাজীর ছেলে।

প্রতিবেশী মহসীন কবির জানান, দুপুরে ১টায় শিশুর মা ঘরে থাকা বাথরুমে গোসল করছিলেন। সেই সময় শিশুটি বাইরে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের সড়ক লাগোয়া পুকুরে পড়ে যায় সে। দুপুর ২টায় বাড়ির সড়ক দিয়ে চলাচলকারীরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন। পরে তারা বাড়িতে খবর দিলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি।

ডেইলি বাংলাদেশ/এমকেএ