Alexa মঠবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

মঠবাড়িয়ায় যুবকের মরদেহ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৫৭ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার দক্ষিণ ভেচকি সুলতান হাওলাদারের বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঠবড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, বিকেলে কৃষকরা ধানক্ষেত দিয়ে যাওয়ার সময় মাটিচাপা অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, নিহতের পরনে জিনস প্যান্ট ও কালো রঙয়ের জ্যাকেট ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এমআর