Alexa মঠবাড়িয়ায় গাঁজাসহ বৃদ্ধা আটক

মঠবাড়িয়ায় গাঁজাসহ বৃদ্ধা আটক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:০৭ ১৯ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বৃদ্ধা মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টায় মঠবাড়িয়ার কুমিরমারা থেকে তাকে আটক করা হয়।

আটক সালেহা বেগম টিকিকাটা ইউপির কুমিরমারা গ্রামের খালেক হাওলাদারের মেয়ে।

মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, উপজেলার কুমিরমারা গ্রামে সালেহা মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মো.শফিকুলসহ সংগীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী সালেহাসহ কয়েকজন মাদক ক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যবসায়ী সালেহাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, মাদক ব্যবসায়ী সালেহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি বাংলাদেশ/জেএস