Alexa মঙ্গোলিয়ায় এক মাসেই ৪শ’র বেশি অগ্নিকাণ্ড!

মঙ্গোলিয়ায় এক মাসেই ৪শ’র বেশি অগ্নিকাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩৬ ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১৫:০২ ২৮ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মঙ্গোলিয়ায় জানুয়ারি মাসে চার শতাধিকেরও বেশি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এ তথ্য জানিয়েছে। 

এনইএমএ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গোলিয়া জুড়ে মোট ৪১৩ টি বাড়ি ঘর পুড়ে গিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। 

ভাঙা চুলা, চিমনি, মানুষের অসতর্কতাই মূলত সেসব অগ্নিকাণ্ডের কারণ বলে জানিয়েছে এনইএমএ। বাচ্চাদের অবচেতন মনে ফেলে রাখার কারণে তারাও এই দুর্ঘটনার শিকার হয়। অগ্নিকাণ্ড ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র- সিনহুয়া

ডেইলি বাংলাদেশ/এসএমএফ/আরএএইচ