Alexa মঙ্গল গ্রহ থেকে শোনা গেল ‌‘চাপা কান্না’ (শব্দসহ)

মঙ্গল গ্রহ থেকে শোনা গেল ‌‘চাপা কান্না’ (শব্দসহ)

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:২০ ২৫ এপ্রিল ২০১৯   আপডেট: ১০:৫৫ ২৫ এপ্রিল ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থরথর করে কেঁপে উঠল মঙ্গল গ্রহ। শুধু তাই নয়, প্রথমবারের মতো গ্রহটির ভেতর থেকে শোনা গেল ‘চাপা কান্না’ ও ‘গোঙানি’র আওয়াজ! খবর আনন্দবাজার।

বিজ্ঞানীরা জানিয়েছেন, দফায় দফায় সেই গোঙানির আওয়াজ শোনা গেল চার দিন। এতে বোঝা গেল এখনও পুরোপুরি মরে যায়নি লাল গ্রহ। এখনো ‘বিপ্লব স্পন্দিত’ মঙ্গলের বুকে!

‘চাপা কান্না’ ও ‘গোঙানি’র আওয়াজ শোনার জন্য প্রায় ৫০ বছর ধরে অপেক্ষায় বসেছিলেন বিজ্ঞানীরা। যার নাম মার্শকোয়েক।  তারা জানিয়েছেন, মঙ্গল গ্রহ বদলাচ্ছে তার গঠন। বদলাচ্ছে তার অন্দর। আর সেই বদলানোর জাদুকাঠিটা এখনো রয়েছে মঙ্গলের বুকের গভীরে লুকিয়ে থাকা কোনো ‘যাদুকর’-এর হাতে!

জানা যায়, মঙ্গলের অন্দরের চাপা কান্না শুনল নাসার পাঠানো মহাকাশযান 'ইনসাইট'-এর ল্যান্ডারে থাকা 'সিসমিক এক্সপেরিমেন্ট ফর ইন্টিরিয়র স্ট্রাকচার' (সিস) যন্ত্রটি। যা আদতে একটি ফরাসি যন্ত্র। শুধু সেই চাপা কান্না শুনেই চুপ করে বসে থাকেনি, রেকর্ড করে তা পাঠিয়েও দিয়েছে গ্রাউন্ড স্টেশনে।

‘চাপা কান্না’ ও ‘গোঙানি’ শব্দটির ভিডিও:-

ডেইলি বাংলাদেশ/এনকে