Alexa মঙ্গলে শহর তৈরির পরিকল্পনা, নকশা দেখে নিন

মঙ্গলে শহর তৈরির পরিকল্পনা, নকশা দেখে নিন

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:১৮ ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১১:১৭ ১৬ সেপ্টেম্বর ২০১৯

মঙ্গল গ্রহে এমন একটি শহর তৈরির পরিকল্পনা বিজ্ঞানীদের

মঙ্গল গ্রহে এমন একটি শহর তৈরির পরিকল্পনা বিজ্ঞানীদের

আগামী এক দশকের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর তোড়জোড় চলছে। এটিই নাকি দ্বিতীয় পৃথিবী হিসেবে ব্যবহার হবে। মানুষের পা না পড়া এই গ্রহে শহর তৈরির পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা।

মঙ্গল গ্রহে বসতি স্থাপনের কাজে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে এগিয়ে আছে তার মধ্যে ‘স্পেস এক্স’ অন্যতম। সেই কোম্পানির প্রধান ও টেসলার মালিক ইলন মাস্ক জানালেন, মঙ্গলে বসতি স্থাপনে ১০০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী মঙ্গলে একটি শহর তৈরি করতে মার্কিন সুরক্ষা বাজেটের ১০ শতাংশ খরচ হবে। জানা গেছে, মঙ্গল গ্রহে এক টন জিনিস পাঠাতে এক লাখ মার্কিন ডলার খরচ হবে। ওই গ্রহে এই ধরনের একটি শহর তৈরি করতে পৃথিবী থেকে কয়েক লাখ টন জিনিস পাঠাতে হবে। এর ফলে খরচ ১০০ বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

বিজ্ঞানীরা এরইমধ্যে জানিয়েছেন, ‘মানব সভ্যতা টিকে থাকতে নতুন গ্রহ প্রয়োজন।’ মঙ্গল গ্রহে পৌঁছানোর পরে ফিরে আসার সম্ভাবনা কম থাকলেও যাওয়ার পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চান না স্পেস এক্স প্রধান।

ডেইলি বাংলাদেশ/এনকে