Alexa ভ্যান চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ভ্যান চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:১০ ২৪ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস একই গ্রামের হাকিম শেখের ছেলে। এ নিয়ে চলতি মাসে জেলার বিভিন্ন স্থানে গণপিটুনিতে ছয়জন নিহত হয়েছেন।

যশোরের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ভোরে উপজেলার পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ভ্যান চুরি করে পালাচ্ছিলেন ইলিয়াস ও তার সহযোগী। ভ্যানটি চালিয়ে ইলিয়াস শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আছাদ ভূঁইয়ার বাড়ির সামনে পৌঁছান। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিলে ভ্যানসহ সড়কের পাশের গর্তে পড়ে যান তিনি। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর