Alexa ভোলা নদী থেকে অবৈধভাবে উঠানো হচ্ছে বালু

ভোলা নদী থেকে অবৈধভাবে উঠানো হচ্ছে বালু

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০০ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

সুন্দরবনের ভোলা নদী থেকে অবৈধভাবে বালু উঠাচ্ছেন স্থানীয় কতিপয় অসাধু ব্যবসায়ী।

উপজেলার সাউথখালী ইউপির সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকায় গত ২-৩ দিন ধরে ড্রেজার ব্যবসায়ী এমদাদ ঘরামী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ভাই তারেকসহ খলিল বয়াতির মালিকানাধীন ২টি ড্রেজারের মাধ্যমে এ বালু উঠানো হচ্ছে। 

সোনাতলা গ্রামের বাসিন্দা আল আমিন মল্লিক বলেন, টাকার বিনিময় বালু ক্রয় করে ড্রেজার ব্যবসায়ীদের মাধ্যমে তা বাড়ির বিভিন্ন স্থানে দিয়ে উঁচু করছি। বৈধ-অবৈধ কিনা তা জানিনা । 

ড্রেজার ব্যবসায়ী খলিল বয়াতি বলেন ,সুন্দরবনের অভ্যন্তর থেকে বালু উঠানোর নিয়ম নেই। এছাড়া কেউ কোনো অনুমতি দেননি। তবে, স্থানীয় কিছু বাসিন্দার অনুরোধে সামান্য বালু তোলা হচ্ছে। 

পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু তোলার কোনো বিধান নেই । কাউকে এ ধরনের অনুমতি দেয়া হয়নি। তবে বিষয়টি আমার জানা নেই। খোজঁ খবর নেয়া হবে।

ইউএনও সরদার মোস্থফা শাহিন জানান, দ্রুত ওইসব অসাধু ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ