Alexa ভোলায় কারেন্ট জাল ব্যবহার, তিন জেলের কারাদণ্ড

ভোলায় কারেন্ট জাল ব্যবহার, তিন জেলের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৭:৫৬ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৭:৫৯ ১০ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার ইলিশার মেঘন নদীর পাড়ে কারেন্ট জাল ব্যবহারের দায়ে তিন জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল ইসলাম। দণ্ডিতরা হলেন- আব্বাছ, সিরাজ, অখির।

র‌্যাব-৮ এর ডিএডি মো. জহিরুল ইসলাম জানান, সোমবার বিকেলে এএসপি ইফতেখার আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল ইসলামের নেতৃত্বে ইলিশার মেঘনা নদীর পাড়ের বিভিন্ন পয়েন্টের নৌকায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন নৌকা থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ সময় চার জেলেকে আটক করা হয়। এর মধ্যে কারেন্ট জাল ব্যবহারের দায়ে তিন জেলেকে এক বছরের কারাদণ্ড ও এক জেলেকে ৫০০ টাকা জরিমানাসহ মুচলেখা নিয়ে ছেড়ে দেয়া হয়। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ