Alexa ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৫ ১৬ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে জেলা সদরের শিবপুর ইউপির জমাদ্দার বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।

আহতরা হলো-ওই ইউপির আ. সাত্তারের ছেলে ও রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্র মো. রনি এবং মাকসুদুর রহমানের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন। 

আহতরা জানায়, শব্দ শুনে জমাদ্দার বাড়ির বাগানে যায় তারা। সেখানে পৌঁছার পর বিকট শব্দ হয়। এতে ধোঁয়ার মতো কিছু বিস্ফোরিত হলে রনির পেটে ও শাহাদাতের পা ও মাথায় আঘাত লাগে। রনি দৌড়ে বাড়িতে ও শাহাদাত পানিতে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।  

ভোলা সদর থানার এসআই সুবীর জানান, তার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করেছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ