Alexa ভোলায় আট জয়িতাকে সংবর্ধনা

ভোলায় আট জয়িতাকে সংবর্ধনা

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৬ ৯ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় বেগম রোকেয়া দিবসে পাঁচ ক্যাটাগরিতে আট জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এর আয়োজন করে।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ের মিলনায়তন কক্ষে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিসি মো. মাসুদ আলম ছিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, লেডিস ক্লাবের সম্পাদক প্রভাষক খাদিজা আক্তার স্বপ্না।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- সমাজ উন্নয়নে ফাহিম বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে রাশিদা বেগম, সফল জননী হিসেবে উম্মে কুলুছুম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী আকতারা বেগম ও অর্থনৈতিক সাফল্যে উম্মে ছালমা মুক্তা।

উপজেলা পর্যায়ে জয়িতারা হলেন- শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জান্নাতুল ফেরদৌস জুবলী, সমাজ উন্নয়নে লায়লা আরজুমান ভানু ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মনোয়ারা বেগম।

ডেইলি বাংলাদেশ/এমআর