Alexa ভোটার কার্ডে স্বামীর নাম ‘হাসপাতাল’, দেখে অজ্ঞান স্ত্রী

ভোটার কার্ডে স্বামীর নাম ‘হাসপাতাল’, দেখে অজ্ঞান স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৩১ ২৬ জানুয়ারি ২০২০  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কোনো মানুষের নাম ‘হাসপাতাল’ হতে পারে? প্রশ্নটা উনজিলা বিবির। ভোটার তালিকায় তার স্বামীর নাম হয়ে গিয়েছে ‘ডোমকল হাসপাতাল’। এটি দেখে আতঙ্কিত হয়ে অজ্ঞান হয়ে পড়েছেন ওই নারী।

ভারতের মুর্শিদাবাদের বাবলাবোনায় এ ঘটনা ঘটেছে। ওই নারীর বাড়ি ডোমকলের রমনা শেখপাড়ায়। তার স্বামীর নাম মতিউর শেখ হলেও ভোটার আইডিতে লেখা হয়েছে ডোমকল হাসপাতাল।

মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া গ্রামগুলোতে এভাবে ভোটার থেকে আধার কার্ডে ভুলের ছড়াছড়ি। কোথাও পুরুষ নামের পাশে নারীর ছবি। আবার কোথাও নারীর নামের উপরে পুরুষের ছবি। যা নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের মানুষ।

উনজিলা বিবি বলেন, এ নাম দেখার জন্য আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না। এর আগে এলাকার ভুল ছিল, সেটা সংশোধন করতে গিয়ে এখন দেখি স্বামীর নাম ভুল এসেছে। তাও আবার হাসপাতাল! হাসপাতালে গেলে ওষুধ নেই, ডাক্তারের দেখা মেলে না। আর ভোটার কার্ডে স্বামীর নাম কিনা হয়ে গেলো ডোমকল হাসপাতাল!

ডোমকলের মহকুমাশাসক সন্দীপ ঘোষ বলছেন, আধার কার্ডের ব্যাপারে আমাদের করণীয় কিছু নেই।

ডেইলি বাংলাদেশ/এনকে