Alexa ভৈরবে বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত

ভৈরবে বন্দুকযুদ্ধে মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:৫৭ ১১ জানুয়ারি ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের বাজিতপুরে বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশ্রাব উদ্দিন ওরফে বায়জিদ নামে এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে।

উপজেলার পিরিজপুর ইউপির বিলের পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত বায়জিদের বাড়ি একই জেলার ভৈরব উপজেলার মানিকদী গ্রামে।

কিশোরগঞ্জের অ্যাডিশনাল এসপি মো. শফিকুল ইসলাম বলেন, বায়জিদের নামে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশের কাছে খবর ছিল বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে অভিযানে নামে পুলিশ।

ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ভৈরবের চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী বায়জিদ নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কাটা বন্দুক, ৫ রাউন্ড গুলি, ১শ ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics