Alexa শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৮ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:৩৪ ১৯ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিল্লি, লখনৌ এবং উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে প্রবল ভূমিকম্পের প্রবণতা অনুভূত হয়েছে। খবর: এনডিটিভি

ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পের ফলে উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে আতঙ্ক সৃষ্টি হয়। লোকজনকে বাড়িঘর থেকে পালাতে দেখা যায়।

বেসরকারি সংস্থা ইএমএসসি টুইট বার্তায় জানায়, স্থানীয় সময়  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নেপাল থেকে ৮৭ কিলোমিটার দূরে উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলা দাইলেখের ১৪ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং শুরু হয় যেখানে ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করেছেন।

কলকাতা ২৪ জানায়, তীব্র কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই কর্মস্থল-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বলে জানা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি বাংলাদেশ/এমকে