Alexa ভুট্টায় সম্ভাবনা

ভুট্টায় সম্ভাবনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২ ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:৪৭ ৬ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষে ঝুঁকে পড়ছে বগুড়ার শেরপুর উপজেলার কৃষকরা। এতে ভাগ্যও বদলে গেছে অনেক কৃষকের। ফলে অতীতের লোকসান পুষিয়ে নিতে ভুট্টা চাষেই গুরুত্ব দিচ্ছেন তারা। বছরের পর বছর ধরে পরিধি বাড়তে থাকায় ভুট্টা হয়ে উঠেছে সম্ভাবনাময় কৃষিখাত।

উপজেলার খানপুর, খামারকান্দি, সীমাবাড়ি ইউপিতে সরেজমিনে দেখা গেছে, কম পরিশ্রমে লাভবান হওয়ায় ধান ও অন্য ফসলের বিকল্প হিসেবে ভুট্টার আবাদ করছেন কৃষকরা।

শালফা গ্রামের কৃষক রফিক বলেন, গত বছর ১০ বিঘা জমিতে ভুট্টা চাষ করে প্রায় ৩২৫ মণ ভুট্টা পেয়েছি। যা বিক্রি করেছিলাম প্রতিমণ ৬৫০ টাকায়। এবার জমি আরেকটু বাড়াবো। ভুট্টা চাষের পরেও একই জমিতে আরো দুটি ফসল ফলানো সম্ভব।

শেরপুর উপজেলার কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গত বছর ভুট্টার লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫৮০ হেক্টর জমি। এ বছরেও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতেই কৃষকরা প্রায় ১২০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছে। এতে করে গত বছরের লক্ষমাত্রাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর