Alexa ভাষা বুঝতে না পারায় তরুণীকে নৃশংসভাবে হত্যা! 

ভাষা বুঝতে না পারায় তরুণীকে নৃশংসভাবে হত্যা! 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০২ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:০৩ ৭ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভাষা বুঝতে না পারায় এক তরুণীকে মাথা কেটে খুন করে মাদকাসক্ত যুবক। খুনের পর ওই নারীর মগজ মেখে ভাতও খায় ওই খুনি। এমন  নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ফিলিপিন্সে।  

বৃহস্পতিবার সকালে ফিলিপিন্সের মিডানো দ্বীপে নিজের বাড়ি ফিরছিল একুশ বছরের লিয়াডো ব্যাগটগ। মদ খেয়ে হাঁটার মতো ক্ষমতা ছিল না তার। হঠাৎই মাঝ রাস্তায় এক নারীর সঙ্গে দেখা লিয়াডোর। 

সেই তরুণী ইংরাজিতে কথা বলেন। কিন্তু সে ভাষা জানা নেই লিয়াডোর। তরুণীকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় লিয়াডো। তরুণীকে এড়িয়ে চলে যেতে চাইলেও রেহাই মেলেনি। লিয়াডোর পেছন-পেছন হাঁটতে থাকে তরুণী। আর এতেই রাগে ফেটে পড়ে লিয়াডো।

পুলিশ জানায়, এরপর লিয়াডো মেয়েটিকে একটি জনমানবশূন্য এলাকায় নিয়ে যায়। মেয়েটিকে কোমরের বেল্ট দিয়ে বেঁধে ফেলে মাথায় কোপ মারে। তাতেও ক্ষান্ত হয়নি সে। এক টুকরো কাপড় জোগাড় করে লিয়াডো। তাতেই বেঁধে মুন্ডুটি হাতে নিয়ে বাড়িও আসে সে। ঠান্ডা মাথায় সে ভাতও রান্না করে। তারপর কাটা মুন্ডুর মগজ বের করে ভাতে মেখে খেয়েও ফেলে। পরে খুলিটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তার এই স্বীকারোক্তিতে চমকে গেছে ফিলিপিন্স পুলিশও।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই মেয়েটিকে লিয়াডোর সঙ্গে নির্জন জায়গায় যেতে দেখেছিলেন। তারপর কী হয়েছে তারা জানেন না। 

লিয়াডোর প্রতিবেশিরা জানান, রগচটা ছিল লিয়াডো। বহুদিন ধরে কর্মহীনও ছিল সে। ফলে দিনদিন খিটখিটেও হয়ে যাচ্ছিল। সারাদিনই মদে ডুবে থাকত। তাই লিয়াডোর পক্ষে এই ঘটনা ঘটানো মোটেও অসম্ভব নয়।  

ডেইলি বাংলাদেশ/এমকে