Alexa ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাস মারা গেছেন

ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাস মারা গেছেন

মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪৮ ১৮ জানুয়ারি ২০২০  

নজির হোসেন বিশ্বাস

নজির হোসেন বিশ্বাস

মেহেরপুরের ভাষাসৈনিক নজির হোসেন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে মাসুদ জানান, তার বাবা কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর কিছুটা উন্নতি ঘটলে তাকে বাড়িতে আনা হয়। শনিবার দুপুরে ফের অসুস্থ হয়ে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভাষার জন্য লড়াই করে পুলিশি নির্যাতন সহ্য করেছেন নজির হোসেন। ১৯৫৩ সালে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মিছিল, মিটিং ও পোস্টারিং করা হয়। ওই সময় তিনি কারাভোগ করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর