Alexa ভালোবাসা দিবসে অনুরূপ আইচের দুই বই

ভালোবাসা দিবসে অনুরূপ আইচের দুই বই

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৪ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

অমর একুশে বইমেলার ৩৯৮ নম্বর স্টল ‘শুদ্ধ প্রকাশ’ এ পাওয়া যাচ্ছে জনপ্রিয় গীতিকার, নাট্যকার ও সাংবাদিক অনুরূপ আইচের নতুন গল্পগ্রন্থ ‘প্রেমভাগ্য’ও  কবিতার বই ‘প্রেম এত সস্তা না’সহ মোট চারটি বই। পাশাপাশি তার আরো দুটি বই পাওয়া যাচ্ছে ‘সব্যসাচী’ ও ‘কালো’ প্রকাশনীর স্টলে।

তার লেখা বইগুলোর মধ্যে ‘প্রেমভাগ্য’ বইটি ভালো বিক্রি হচ্ছে বলে জানান শুদ্ধ প্রকাশ এর কর্ণধার হিরণ্ময় হিমাংশু। এছাড়া অনুরূপ আইচের গানের ভক্তদের মাঝে তার প্রথম কবিতার বই ‘প্রেম এত সস্তা না’ ভালো সাড়া ফেলেছে বলে জানান হিমাংশু।

এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, আমি সারা বছর ধরেই লেখালিখির মাঝে থাকি। চেষ্টা করি, পাঠক বা দর্শকের কাছে ভালো কিছু উপহার দিতে। তাই গান বা নাটকের কাজের পাশাপাশি বইমেলা নিয়ে আলাদা একটা টান অনুভব করি।

এছাড়াও রকমারি ডটকমসহ সকল অনলাইন বিপনন প্রতিষ্ঠানে বইগুলো পাওয়া যাচ্ছে।

ডেইলি বাংলাদেশ/আরআর

Best Electronics
Best Electronics