Alexa ভালোবাসার বিয়ে, দেড় বছরেই লাশ হলেন স্ত্রী

ভালোবাসার বিয়ে, দেড় বছরেই লাশ হলেন স্ত্রী

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:০৭ ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ১৫:১২ ১৮ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর সাপাহারে ভালোবেসে বিয়ের দেড় বছরের মাথায় লাশ হয়েছেন জোসনা খাতুন নামে এক গৃহবধূ। ঘটনার পর স্বামী ফারুক হোসেন পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার মাস্টার পাড়ার মোতাহার হোসেনের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাসার মালিক মোতাহার বলেন, দেড় বছর আগে উপজেলা সদরের লালমাঠিয়া পাড়ার জোসনা খাতুনকে বিয়ে করেন ফারুক। এর আগে তাদের প্রেম ছিল। মাস দুয়েক আগে তিনি আমার বাসায় ওঠেন। এরপর থেকেই জোসনাকে বাসায় আটকে দরজায় তালা ঝুলিয়ে রাখতেন।

তিনি আরো বলেন, দুই মাসে ওই গৃহবধূ একদিনও বাসা থেকে রের হননি। বৃহস্পতিবার রাতে ফারুক আমাকে ফোনে জানান, বাসায় তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশে খবর দেই।

সাপাহার থানার ওসি আব্দুল হাই বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর