Alexa ভারত বিশ্বের সেরা দল: মিথুন

ভারত বিশ্বের সেরা দল: মিথুন

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৭ ১২ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাটে গড়াবে একদিন বাদেই। তার আগে টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। তিনি বলেন, বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত বিশ্বের সেরা দল।  

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিথুন বলেন, ‌তারা বিশ্বের সেরা দল, আমরা তাদের সম্মান করি। ঘরের মাঠে তারা খুবই শক্তিশালী।

ভারতের পেস বোলারদের প্রশংসায় তিনি বলেন, অতীতে ভারত শুধুমাত্র স্পিননির্ভর ছিলো। যদিও বর্তমানে তাদের শক্তিশালী পেস আক্রমণও আছে।

আগামী ২২-২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো দিবা-রাত্রির ম্যাচ খেলবে ভারত বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাওয়া হলে মিথুন বলেন, আমরা এখনো গোলাপী বলে অনুশীলন করিনি। তাই এ বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই।

সাকিব-তামিমকে ছাড়াও টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করেছে। টেস্টেও এর ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা মিথুনের। তিনি বলেন, তামিম এবং সাকিব আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাদের মিস করি। কিন্তু আমরা পিছনে তাকাতে পারি না। আমরা একটি ইউনিট হিসেবে এখানে জয়ের জন্য খেলবো।

সিরিজের প্রথম টেস্টে ইন্দোরের হলকার স্টেডিয়ামে ১৪ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

ডেইলি বাংলাদেশ/এম