Alexa ভারত থেকে পেঁয়াজ আনার প্রস্তাব পাইনি: বাণিজ্যমন্ত্রী 

ভারত থেকে পেঁয়াজ আনার প্রস্তাব পাইনি: বাণিজ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪৬ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:০৮ ১৬ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো প্রস্তাব পাননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখনো অফিসিয়ালি কোনো প্রস্তাব পাইনি। এ ধরনের প্রোপোজাল এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে। প্রস্তাব পেলে সরকার বিচার-বিবেচনা করবে।

তিনি আরো বলেন, আমরা পেঁয়াজ এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তারপরও যদি স্যুইটেবল হয় দেখা যাবে। কিন্তু এখন আমাদের এটা কন্সিডারেশনে নেই।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআই