Alexa ভারতের শীর্ষ ১০ ধনীর তালিকায় ফের শীর্ষে মুকেশ আম্বানি

ভারতের শীর্ষ ১০ ধনীর তালিকায় ফের শীর্ষে মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:০০ ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৪:২২ ১২ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের মত ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভিত্তিক বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। 

দেশটিতে চলতি বছর অর্থনৈতিক মন্দার প্রভাবে শতাধিক শিল্পপতির সম্পদের পরিমান কমলেও অনেকেই ধরে রাখতে সমর্থ হয়েছেন নিজেদের অবস্থান। মূলত তারাই স্থান করে নিয়েছেন শীর্ষ ধনীদের এই তালিকায়।

তালিকা অনুযায়ী প্রথম ১০ ধনীর নাম ও সম্পত্তির পরিমাণ নিচে দেয়া হলো-

মুকেশ আম্বানি : এবারও তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এ নিয়ে টানা ১২ বছর তিনি দেশটির সবচেয়ে ধনীর স্থানটি দখল করে আছেন। ২০১৯-এ ফোর্বসের তথ্য অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ ৩ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

গৌতম আদানি : দেশটির দ্বিতীয় ধনীর স্থানটি দখর করে নিয়েছেন গৌতম আদানি। তিনি ২০১৮ সালে দ্বিতীয় স্থানে থাকা টেক টাইকুন আজিম প্রেমজিকে টপকে এ স্থান দখর করেচেন। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ১ লাখ ১১ হাজার কোটি টাকা। আর আজিম প্রেমজি এবার ধনীর তালিকায় নেমেছেন ১৭ নম্বরে।

হিন্দুজা ব্রাদার্স : ভারতীয় ধনীদের তালিকায় এবার তৃতীয় স্থানে আছেন অশোক লেল্যান্ডের মালিক হিন্দুজা ব্রাদার্স। তার সম্পত্তির পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

পালোনজি মিস্ত্রি : চতুর্থ স্থানে আছেন পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি। তার সম্পত্তির পরিমাণ ১ লাখ ৬ হাজার কোটি টাকা।

উদয় কোটাক : তালিকায় পাঁচে স্থান পেলেন কোটাক মহেন্দ্র গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক। তার সম্পত্তির পরিমাণ ১ লাখ ৫ হাজার কোটি টাকা।

শিব নদর : ষষ্ঠ স্থানে রয়েছেন এইচসিএলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শিব নদর। তার সম্পত্তির পরিমাণ ১ লাখ ২ হাজার কোটি টাকা।

রাধাকৃষ্ণ দামানি : সপ্তম স্থানে রয়েছেন ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণ দামানি। তার সম্পত্তির পরিমাণ ১ লাখ ২ হাজার কোটির কিছু কম।

গোদরেজ : অষ্টম ভারতীয় ধনী হলেন গোদরেজ পরিবার। সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি টাকা।

লক্ষ্মী মিত্তল : নবম ধনী স্টিল ম্যাগনেট লক্ষ্মী মিত্তল। তার সম্পত্তির পরিমাণ ৭৪ হাজার ৪৯০ কোটি টাকা।

কুমার মঙ্গলম বিড়লা : আদিত্যা বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা হলেন ভারতের দশম ধনী। সম্পত্তির পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা।

ডেইলি বাংলাদেশ/মাহাদী