Alexa ভারতকে পিটিয়ে উইন্ডিজের সংগ্রহ ২০৭

ভারতকে পিটিয়ে উইন্ডিজের সংগ্রহ ২০৭

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:২১ ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:২৪ ৬ ডিসেম্বর ২০১৯

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে উইন্ডিজ। হেটমেয়ারের অর্ধশতক ও লুইস, পোলার্ড, হোল্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৭ রান করেছে তারা।

শুক্রবার সন্ধ্যা ৭টায় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয় দুই দলের লড়াই। টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় ভারত। তবে এরপর পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন লুইস ও কিং।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও সবাই ছিলেন মারমুখী। হেটমেয়ার ৪১ বলে ৫৬ রান করেন। এছাড়া লুইস ১৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাকীদের মাঝে পোলার্ড ৩৭ ও কিং ৩১ রান করেন। শেষদিকে ৯ বলে ২৪ রানের ক্যামিও খেলেন জেসন হোল্ডার।

আক্রমণাত্মক শট খেলছেন হেটমেয়ারতবে এদিন নিজেদের মাঝে ছিলেন না ভারতের ক্রিকেটাররা। সহজ কয়েকটি সুযোগ মিস করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ফিল্ডাররা। ভারতের দৃষ্টিকটু ফিল্ডিংয়েই মূলত বড় সংগ্রহ পায় উইন্ডিজ। 

চাহাল নেন ২ উইকেট। এছাড়া জাদেজা, চাহার ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর:
উইন্ডিজ: ২০৭/৫ (২০ ওভার)
হেটমেয়ার ৫৬, লুইস ৪০
চাহাল ৩৬/২, জাদেজা ৩০/১

ডেইলি বাংলাদেশ/এএল