Alexa ভাই-বোনের মরদেহের সন্ধান দিল ভাসমান স্যান্ডেল 

ভাই-বোনের মরদেহের সন্ধান দিল ভাসমান স্যান্ডেল 

নাটোর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:২৭ ১০ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে সিংড়ার দমদমা-হাড়িগাড়ায় বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু কাউছার হোসেন ও মিম খাতুন। শিশু কাউছারের বাবা শামীম হোসেন একজন দৃষ্টি প্রতিবন্ধী ও অপর শিশু মিম খাতুন দিনমজুর মিঠুন আলীর ছোট মেয়ে ছিলো। 

স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার দুপুরে শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাদের খোঁজ করে না পেয়ে পুকুরের কচুরিপানার মধ্যে একটি সেন্ডেল ভাসতে দেখে। 

পরে তাদেরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ডা. সুমাইয়া আকতার তাদের মৃত ঘোষণা করেন।
 

ডেইলি বাংলাদেশ/জেএস