Alexa ভরিতে ১১৬৬ টাকা বাড়লো সোনার দাম

ভরিতে ১১৬৬ টাকা বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫৩ ২৩ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:০১ ২৩ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বেড়েছে। ভরিতে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

শনিবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে রোববার থেকে। এর আগে সোনার দাম বেড়েছিল চলতি বছরের ১১ সেপ্টেম্বর।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। শনিবার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরির দাম ধরা হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৫২৯ টাকায়। একইভ‍াবে ১৮ ক্যারেটের প্রতিভরির দাম হবে ৫০ হাজার ৬৮০ টাকা। এখন যা রয়েছে ৪৯ হাজার ৫১৩ টাকা।

আর সনাতন পদ্ধতিতে প্রতিভরির অপরিবর্তিত দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম প্রতিভরি ৯৩৩ টাকা।

ডেইলি বাংলাদেশ/এস