Alexa বয়সের ছোট ছেলের সঙ্গে ‘বিয়ে বিয়ে খেলা’-য় মত্ত শ্রাবন্তী!

বয়সের ছোট ছেলের সঙ্গে ‘বিয়ে বিয়ে খেলা’-য় মত্ত শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:০৩ ১০ ডিসেম্বর ২০১৯  

শ্রাবন্তী

শ্রাবন্তী

কয়েকমাস আগে অমৃতসরে চুপিসারে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে সেরেছেন শ্রাবন্তী। বেশ কয়েকবছর আগে শ্রাবন্তীর এক বন্ধুর মাধ্যমে রোশনের সঙ্গে পরিচয় হয় তার। তখন সবে তার দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। মন খারাপের এই সময় রোশনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন সুন্দরী। 

তবে বিয়ের কিছুদিনের মাথাই এ কী শুরু করলেন নায়িকা? বয়সে ছোট নায়কের সঙ্গে মাতলেন ‘বিয়ে বিয়ে খেলা’! নিশ্চয়ই এতক্ষণে কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়তে শুরু করেছে? 

তবে নায়িকার এমন খেলা বাস্তব জীবনে নয়, বরং সিনে পর্দায়। পরিচালক রাজা চন্দের আগামী ছবি ‘বিয়ে বিয়ে খেলা’য় প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী আর বনি সেনগুপ্ত।

কাস্টিংয়ের চিরাচরিত ছক ভেঙেছেন রাজা চন্দ। সাধারণত ঋত্বিকা এবং কৌশানী মুখার্জির সঙ্গেই বরাবর কাস্ট করা হয় বনিকে, কিন্তু এবার শ্রাবন্তী! ছবিটি আগাগোড়া পারিবারিক, মজার ছবি এছাড়া রয়েছে নানা চমক! 

যদিও এর আগে বনি-শ্রাবন্তী ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’ এবং ‘জিও পাগলা’র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। তবে সেখানে শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধেন নি বনি।

ডেইলি বাংলাদেশ/টিএএস