Alexa বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের খবর পেয়ে আত্মহত্যা করলেন ছোট ভাই

বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের খবর পেয়ে আত্মহত্যা করলেন ছোট ভাই

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৪৯ ১৯ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:১১ ১৯ নভেম্বর ২০১৯

মো. ইয়াছিন (ফাইল ছবি)

মো. ইয়াছিন (ফাইল ছবি)

ফেনীর ফুলগাজীতে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের সংবাদ শুনে মো. ইয়াছিন নামে এক তরুণ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার উপজেলার আমজাদ হাট ইউপির দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মো. ইয়াছিন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার শুকনাছড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, ইয়াছিন দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থাকতেন। তার বড় ভাই মো. শাহিন একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় খাগড়াছড়ির আদালত রোববার তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এই সংবাদ শুনে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে ফাঁস দেন ইয়াছিন। পরে নানা বাড়ির লোকজন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম