Alexa বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, তিন ভাই আটক

বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা, তিন ভাই আটক

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১৪ ২০ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে বড় ভাইকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছোট তিন ভাইকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে মহেশখালী পৌরসভার শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নাবিল শামু শিকদারপাড়ার আব্দুস সামাদ ভূঁইয়ার ছেলে।

আটকরা হলেন- নিহতের ভাই মাঈন উদ্দিন, জিয়া উদ্দিন ও মহিম উদ্দিন খোকা।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জেরে চার ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামুকে ছুরিকাঘাত করেন মাঈন উদ্দিন। পরে লাঠি দিয়ে আঘাত করেন জিয়া ও মহিম। প্রতিবেশীরা শামুকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের তিন ভাইকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর