Alexa বড় ভাইকে খুন করল ছোট ভাই

বড় ভাইকে খুন করল ছোট ভাই

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪৬ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১২:৫০ ১২ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালের দাশড়া ফকিরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই। সোমবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম খাজামুদ্দিন। ভাইকে হত্যা করে পালানোর সময় সৎ ভাই সাদ্দাম হোসেনকে গ্রামবাসীরা আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে।

খাজামুদ্দিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসায় গৃহকর্মী মন্তাজ আলীকেও ছুরিকাঘাত করে সাদ্দাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

ক্ষেতলাল থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, দুই সৎ ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। এর জেরে সোমবার রাতে সাদ্দাম হোসেন খাজামুদ্দিনের বাড়িতে আসেন। পরে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে গলা কেটে হত্যা করে। 

তিনি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস