Alexa ব্রিটিশ নাগরিকের মুখে অনর্গল সিলেটি ভাষা, অবাক নেট দুনিয়া (ভিডিও)

ব্রিটিশ নাগরিকের মুখে অনর্গল সিলেটি ভাষা, অবাক নেট দুনিয়া (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২৭ ২২ অক্টোবর ২০১৯  

ভিডিও থেকে নেয়া

ভিডিও থেকে নেয়া

অনর্গল সিলেটি ভাষায় স্পষ্টভাবে কথা বলে যাচ্ছেন একজন বিদেশি। সিলেটি ভাষায় তিনি বলছেন, ‘কম বয়সে বিয়া করা ভালা নায়, খরচ বেশি’। ওই বিদেশির মুখে সিলেটি ভাষায় এমন অনেক মজার মজার কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে তার নাম পরিচয় জানা যাচ্ছিলো না। এবার জানা গেলো এই বিদেশি ভদ্রলোকের পরিচয়।  

নাম গ্রাহাম স্মিথ। মূল ঠিকানা গ্রেট বৃটেনের ওয়েলস। পেশায় একজন ইমিগ্রেশন ল‌ইয়ার। এই পেশার সূত্রেই সম্ভবত বাঙালি, বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রতি তার আগ্রহ জন্মায়।

জানা গিয়েছে, বহু বাঙালিকে নানানভাবে সাহায্য করেছেন তিনি। বাংলাদেশে এসেছেন বহুবার। বিভিন্ন গ্রামে গিয়ে থেকেছেন, চাষীদের সঙ্গে মাটিতে ঘুমিয়েছেন, মশার কামড় খেয়ে অসুস্থ হয়ে ফিরেছেন। তবুও এসেছেন। 

ভিডিও দেখুন>>>

ডেইলি বাংলাদেশ/এমএইচ