ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৩:৪৭ ২৬ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিন মিয়া নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন মিয়া বাঞ্ছারামপুর উপজেলার সদর ইউপির দারিয়ারচর এলাকার শাহ জাহান মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার দারিয়ারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এর আগে ২১ মার্চ রাতে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে তিনি ধর্ষণ করেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম