Alexa ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:৫৯ ২৩ সেপ্টেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তুহিন মোল্লা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কেন জেলা সদরের গজারিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তুহিন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘরের মো. হাকিম মোল্লার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, জেলার আখাউড়ার বাইপাস সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তুহিন। তিনি গজারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ