ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৪ ২৪ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বৈশামুড়ায় শুক্রবার ভোরে ট্রাকচাপায় প্রাণ গেল পঙ্কজ চন্দ্র নামে এক এসএসসি পরীক্ষার্থীর।
নিহত পঙ্কজ চন্দ্র দাস শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি শাহবাজপুর গ্রামে। তার বাবার নাম সুনীল চন্দ্র দাস।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পঙ্কজ চন্দ্র দাস ওষুধ কেনার জন্য সিএনজি চালিত অটোরিকশা দিয়ে পাশ্ববর্তী উপজেলার চান্দুরা বাজারে যাবার সময় মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে সিলেটগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ইনচার্জ মাইনুল ইসলাম জানান, ভোরে কুয়াশা ছিল। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে নিহতের আত্মীয়-স্বজন, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ