Alexa ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫২ ২২ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শাহবাজপুর বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর এলাকার মন্টু জমাদ্দারের ছেলে আরিফ হোসেন, কড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বড়ুয়া এলাকার মো. আমজাদ হোসেন ইশ্বরের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম ও সরাইল উপজেলার সৈয়দটুলা এলাকার মো. ইদন খাঁর ছেলে মো. রাজন খাঁ রাজু।

সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআর