Alexa ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২৯ ১৬ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় পাঁচ শতাধিক আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই উপজেলার বাকাইল গ্রামে এ অভিযান চালানো হয়।

ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, কয়েকঘণ্টার অভিযানে ১৫টি চুন ফ্যাক্টরি, ১০টি হোটেলসহ পাঁচ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২০ হাজার মিটার প্লাস্টিকের পাইপ ও ১২০টি ড্রাম ধ্বংস করা হয়েছে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম জাহিদুর রেজা, বিজিএফসিএলের ডিজিএম (উৎপাদন) জাকির হোসেন তরফদার, সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর