Alexa ব্রাজিল কোচকে চুপ করতে বলেছিলেন মেসি

ব্রাজিল কোচকে চুপ করতে বলেছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০১ ১৬ নভেম্বর ২০১৯  

ছবিঃ ফক্স স্পোর্টস

ছবিঃ ফক্স স্পোর্টস

আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। খেলার মাঠে তো বটেই, মাঝে মাঝে খেলার বাইরেও লড়াইয়ে জড়িয়ে পরেন ফুটবলাররা। শুক্রবার  ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রতিপক্ষ কোচ তিতের সঙ্গে তর্কে জড়ান লিওনেল মেসি। মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ার ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। ম্যাচ শেষে জানা যায়, ব্রাজিল কোচকে চুপ করতে বলেছিলেন মেসি। 

ম্যাচের পর মেসির সঙ্গে তর্কের ব্যাপারে কথা বলেন ব্রাজিল কোচ। সেখানেই তিনি দাবি করেন, প্রথমার্ধে মেসি তাকে বলেছেন, একদম চুপ। ঘটনার সময় দেখা যায়, রেফারির কাছে অভিযোগ করছেন তিতে। আর মেসি তার ঠোঁটে আঙুল রেখে কি যেন বলতে চাইছেন।

অবশ্য তিতেও ছাড় দেননি। মেসির কথার পাল্টা উত্তর দেন। ব্রাজিল কোচ বলেন, ‘আমি অভিযোগ করেছি কারণ মেসির হলুদ কার্ড দেখা উচিত ছিল। সে আমাকে চুপ থাকতে বলে, অবশ্য আমিও তাকে বলেছি চুপ থাকো।’

তবে এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিতে। যা হওয়ার হয়ে গেছে। আপাতত দল নিয়েই ভাবনা তার, ‘এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। শক্ত রেফারির প্রয়োজন ছিল। তার কার্ড দেখা উচিত ছিল। অভিযোগ জানিয়ে ঠিক কাজটাই করেছি। আপাতত দলের দিকে মন দিতে চাই।’

উত্তেজনাপূর্ণ ম্যাচে মেসির একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছে আর্জেন্টিনা। এ দিন ম্যাচের ১৩তম মিনিটে মেসিকে ডি-বক্সে বাধা দেওয়ায় পেনাল্টি পায় আকাশি-সাদারা। সেখান থেকে গোল করে দলকে জেতান মেসি। 

ডেইলি বাংলাদেশ/এএল