Alexa ব্রাজিলে ঝড় ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ব্রাজিলে ঝড় ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:৪৮ ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ১৭:২৬ ২৭ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে তীব্র ঝড় ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে আরো ২৮ জন।

রোববার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

উত্তর-পূর্ব ব্রাজিলের মিনাস জেরিইস প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল ঝড়বৃষ্টির জেরে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকেই। সুরক্ষার স্বার্থে প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ৪৮ ঘণ্টা অবিরাম বৃষ্টিপাতের কারণে গৃহহীন হয়েছেন প্রায় ১৭ হাজার মানুষ। ভেঙে পড়েছে প্রচুর বাড়ি। কিছু কিছু জায়গা ভূমিধসের জেরে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে।

এ ঘটনায় সরকারের তরফে উদ্ধার কাজ চালানোর পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও।

জানা গেছে, রাজ্যটিতে বিভিন্ন জায়গায় প্রবল ঝড়ের কারণে ভেঙে পড়েছে প্রচুর গাছ। এর ফলে বন্ধ হয়েছে উত্তর-পূর্ব ব্রাজিলের সমস্ত হাইওয়ে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, দেশটিতে এ বছর যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে। আগামী দুদিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

রাজ্য সরকার গুস্তোভা জেমা ৯৯ শহরে জরুরি সতর্কতা জারি করেছেন। পাশাপাশি হতাহতের ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণাও দেন তিনি।

সূত্র: ইয়াহু

ডেইলি বাংলাদেশ/আরএএইচ