ব্যবসায়ীর মৃত্যুতে আখাউড়া স্থলবন্দর বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:২৪ ১৭ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার স্থলবন্দরের এক ব্যবসায়ীর মৃত্যুতে রোববার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা বন্ধ রাখার বিষয়টি ফেসবুক স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সম্মানিত সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা কর্মচারী ও বন্দর সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারক মো. বোরহান উদ্দিন ভূইয়া বাবুল ভারতের আগরতলায় বেসামরিক হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুতে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গভীর ভাবে শোকাহত। তার এই মৃত্যুতে এ বন্দর দিয়ে রোববার সকাল থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ডেইলি বাংলাদেশ/জেএস