Alexa বোয়ালমারীতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত ৪

বোয়ালমারীতে সড়কে ঝরল শিশুর প্রাণ, আহত ৪

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০০ ১৯ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে ইটবোঝাই থ্রি-হুইলার চাপায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া বাসচাপায় চার অটোযাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে তেলজুড়ী এবং মাঝিকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখুড়দীতে ঘটনাগুলো ঘটে।

নিহত তিশা ওই উপজেলার শেখর ইউপির তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে।

আহতরা হলেন- উপজেলা সদরের চালিনগর গ্রামের রাজিব শেখ, হালিমা বেগম, হোসাইন শিকদার, শেফালী বেগম।

বোয়ালমারী থানার এসআই মো. মাহমুদ জানান, তেলজুড়ীতে শিশুটি সড়কে খেলছিলো। ওই সময় ইটবাহী থ্রি-হুইলারের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া কানখুড়দীতে সূর্যমুখী পরিবহনের চাপায় অটোরিকশার চার যাত্রী আহত হন। 

এসআই মাহমুদ আরো জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুইলার চালক পলাতক রয়েছেন। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর