Alexa বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত

চট্টগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:০৮ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৯:১০ ১৯ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ছোট বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হেলাল নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল একই এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে সিএমপির সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী জানান, নিহত হেলাল একজন গার্মেন্টস শ্রমিক।

পশ্চিম মাদারবাড়ির যুগীচাঁদ মসজিদ লেনে একটি পাঁচতলা ভবনের দুইতলায় তিন পরিবার মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। ওই বাসায় বসবাসরত রুবেলের দুই বোন এবং হেলালের এক বোন পোশাক কর্মী। এছাড়া পেশায় পোশাক কর্মী আরো দুই বোন তাদের সঙ্গে থাকেন।

তিনি আরো জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রুবেল বাসায় ঝগড়ার জেরে দুই বোনকে মারধর করছিল। হেলালের বোন বাধা দিতে গেলে রুবেল তাকেও কিল-ঘুষি মারেন। এ সময় হেলাল তার বোনকে রক্ষা করতে গেলে রুবেলের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হেলালকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/আরএম/টিআরএইচ