Alexa বোনকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াচ্ছে ছোট্ট ‘বড় ভাই’ (ভিডিও)

বোনকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াচ্ছে ছোট্ট ‘বড় ভাই’ (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:৫২ ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ২১:০১ ১৯ সেপ্টেম্বর ২০১৯

ভিডিও থেকে নেয়া

ভিডিও থেকে নেয়া

ছোট্ট ভাই-বোন। বড় ভাইয়ের বয়স চার কি পাঁচ। আদরের বোনকে ফ্রায়েড রাইস রান্না করে খাওয়াচ্ছে ভাই। এ রকমই একটি প্রাণ জুড়ানো ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।   

ভিডিওতে দেখা যাচ্ছে, চুলায় রান্না করছে ভাই। পাশেই টুলে বসে আছে বোন। কড়াইয়ে ডিম ভেঙে শুরু করলো নাড়া চাড়া। তারপর পাশ থেকে সবজি আনা হলো। সেখান থেকে এক টুকরো নিজে খেলো আর এক টুকরো দিলো বোনকে। আর বাকি সবজি ঢেলে দিলো কড়াইয়ে। তারপর দেয়া হলো চাল এবং প্রয়োজনীয় মশলা। শুরু হলো ইন্দোনেশিয়ান ফ্রায়েড রাইস ‘নাসি গোরেং’ তৈরি। 
 
তৈরি হয়ে যাওয়ার পর দুটি পাত্রে ‘পাকা রাঁধুনি’ তুলল নিজের বানানো ফ্রায়েড রাইস। আর তা খাইয়ে দিতে লাগলো বোনকে।     

বাচ্চা দু’টির বাড়ি কোথায়, তাদের বয়স কতো, ঘটনাটি কবে ঘটেছে এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।  

ভিডিও দেখুন>>>

ডেইলি বাংলাদেশ/এমএইচ