Alexa বেড়াতে গিয়ে প্রাণ গেল আট বছরের আশিকের 

বেড়াতে গিয়ে প্রাণ গেল আট বছরের আশিকের 

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:২৬ ১২ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় শুক্রবার রাতে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আট বছরের একটি শিশু নিহত হয়েছে। 

নিহত আশিক ইসলাম হেরুঞ্জ শাহপাড়া গ্রামের মেহেদুল ইসলামের ছেলে।

জিয়ানগর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার জানান, শুক্রবার আশিক ধাপ-মোলামগাড়ী সড়কের মোস্তফাপুর বাজারে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতেই ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনা শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

ডেইলি বাংলাদেশ/জেএস