বেশিরভাগ করোনা আক্রান্তের মধ্যে যেসব লক্ষণ ছিল
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:২৯ ২৩ মার্চ ২০২০

করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে
সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে অনেক আগেই। এই মহামারি থেকে নিজেকে কাটিয়ে তোলা মানুষের সংখ্যাও লাখের কাছাকাছি। যারা সেরে উঠেছেন, তারাই জানিয়েছেন করোনার পাঁচটি প্রধান লক্ষণ সম্পর্কে।
* বেশিরভাগ আক্রান্তের পুরো শরীরে অসহনীয় ব্যথা ছিল। সাক্ষাৎকরে বেশ কয়েকজন আক্রান্ত বলেছেন, মনে হতে পারে আপনার মাথায় প্রচন্ড ব্যাথা হচ্ছে, সেই সঙ্গে চোখ জ্বালা, গলা ব্যাথা তো আছেই।
* কানের ভেতরে মাঝামাঝি এবং ভেতরের অংশের মাঝখানে ইউচটাচিয়ান টিউব থাকে। মাঝে মধ্যে ইউচটাচিয়ান টিউবে চাপ দিয়ে দেখুন ব্যথা আছে কি-না।
* আক্রান্তদের বেশিরভাগেরই মনে হয়েছে, তাদেরকে কেউ যেন মাথায় সজোরে আঘাত করেছে। এছাড়া হাত এবং পায়েও ব্যাথা থাকবে।
* শুধু জ্বর নয়, চোখ জ্বালা এবং চুলকানিও থাকতে পারে।
* শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। আক্রান্ত ব্যক্তিদের অনেকে বলেছেন, খাবার খাওয়ার সময়ও অনেক ব্যাথা হবে গলায়।
ডেইলি বাংলাদেশ/এনকে