বেনাপোলে নয়টি সোনার বারসহ আটক ২
বেনাপোল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৩৭ ১৩ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় নয়টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার নরেন্দ্র নাথের ছেলে দিলিপ বিশ্বাস, বড় আঁচড়া গ্রামের রমজানের স্ত্রী মনিরা বেগম।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বিজিবি’র ৪৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ঘিবা সীমান্তের ২২ নম্বর পিলারের কাছ থেকে দুটি সোনার বারসহ দিলীপকে এবং দৌলতপুর থেকে সাতটি বারসহ মনিরাকে আটক করা হয়েছে।
মেজর নজরুল আরো বলেন, আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচার মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর